নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার অন্যত্র বদলী জনীত উপলক্ষ্যে কানাইঘাট বড়চতুল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধা সংসদের চতুল বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবনেতা জাহেদুল ইসলাম রুবেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবর্ধিত তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, বড়চতুল ইউপি আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মুবশির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সমাজসেবী নুর উদ্দিন, আতাউর রহমান বাবুল। বক্তব্য রাখেন বড়চতুল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার উমর আলী, সাবেক কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, কানাইঘাটের তিন বছরের অধিক দায়িত্ব পালনের সময় তিনি জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা সহ সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, জনপ্রতিনিধি বৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় কর্মরত সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা পেয়েছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি আমি কানাইঘাটের সার্বিক উন্নয়ন এবং সরকারের প্রদত্ত সেবা জনগনের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছিলাম। দায়িত্ব পালনের সময় কাউকে কষ্ট দিলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। কানাইঘাটের মানুষের অতিথি পরায়নতা আমাকে মুগ্ধ করেছে। জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আজকে আপনাদের এ ভালোবাসার প্রতিদান আমার মনে থাকবে। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বিদায়ী নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তার ঐকান্তিক প্রচেষ্টায় কানাইঘাটের মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য তিনি উপজেলায় অফিস বরাদ্ধ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সভার শুরুতে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযোদ্ধারা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়