কানাইঘাট নিউজ ডেস্ক:
আশ্চর্য শুনালেও বাস্তবেই শাহরুখকে এমনটা বলেছিলেন আনুশকা। শাহরুখ নিজের
মুখেই বললেন সে কথা। দুই স্টার হাজির হয়েছিলেন রীতেশ দেশমুখ ও সাজিদ খানের
টেলিভিশন টক–শোয়ে। সেখানেই একে অপরের নানা অভ্যাস ও বদভ্যাস নিয়ে কথা
বললেন।
রব নে বানা দি জোড়ির সেটে অানুশকা নাকি শাহরুখ খানকে বলেছিলেন, ‘শুনুন আপনি না খুব ভাল অভিনেতা নন’। শাহরুখ-অানুশকা জুটি নতুন কাজ করছেন ইমতিয়াজ আলির ছবি ‘দ্যা রিং’–এ।
শাহরুখ প্রথম বার অানুশকাকে দেখেছিলেন একটি ফ্যাশন শোয়ে। তারপর হঠাৎই বলিউডে ডাক পান অানুশকা। প্রথম ছবিতেই উল্টোদিকে কিং খান। নার্ভাস হননি, বরং কিছুটা ডাকাবুকোই ছিলেন তিনি। সেটে একদিন শাহরুখ খান কিছুটা বলতে যান অানুশকাকে, হঠাৎই অনুষ্কা নাকি শাহরুখকে বলেছিলেন, ‘শুনুন, আপনি খুব একটা ভাল অভিনেতা নন’।
এই কথা বলার পরে দু’জনেই হেসে উঠলেও অানুশকা কিন্তু এক্কেবারে অস্বীকার করেছেন একথা বলার অভিযোগ। দু’জনে, দুজনের কোন অভ্যাসগুলো এড়াতে বলবেন, এই প্রশ্নের জবাবে অানুশকা বললেন, শাহরুখ নিজের শরীরের ওপর বড্ড অত্যাচার করেন। শুটিংয়ের জন্য এই অভ্যাস ত্যাগ করা কিন্তু খুবই দরকার।
অন্যদিকে, শাহরুখ খান বললেন, অানুশকা সেটে বড্ড বেশি ঘড়ি ধরে চলেন। একটুও সময়ের এদিক ওদিক হয় না। ওঁর জন্য বাকিদের মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হয়, ‘ অানুশকা চলে এল সেটে, আমি আসতে পারলাম না’। এটা বন্ধ করা দরকার।
সূত্র- আজকাল
রব নে বানা দি জোড়ির সেটে অানুশকা নাকি শাহরুখ খানকে বলেছিলেন, ‘শুনুন আপনি না খুব ভাল অভিনেতা নন’। শাহরুখ-অানুশকা জুটি নতুন কাজ করছেন ইমতিয়াজ আলির ছবি ‘দ্যা রিং’–এ।
শাহরুখ প্রথম বার অানুশকাকে দেখেছিলেন একটি ফ্যাশন শোয়ে। তারপর হঠাৎই বলিউডে ডাক পান অানুশকা। প্রথম ছবিতেই উল্টোদিকে কিং খান। নার্ভাস হননি, বরং কিছুটা ডাকাবুকোই ছিলেন তিনি। সেটে একদিন শাহরুখ খান কিছুটা বলতে যান অানুশকাকে, হঠাৎই অনুষ্কা নাকি শাহরুখকে বলেছিলেন, ‘শুনুন, আপনি খুব একটা ভাল অভিনেতা নন’।
এই কথা বলার পরে দু’জনেই হেসে উঠলেও অানুশকা কিন্তু এক্কেবারে অস্বীকার করেছেন একথা বলার অভিযোগ। দু’জনে, দুজনের কোন অভ্যাসগুলো এড়াতে বলবেন, এই প্রশ্নের জবাবে অানুশকা বললেন, শাহরুখ নিজের শরীরের ওপর বড্ড অত্যাচার করেন। শুটিংয়ের জন্য এই অভ্যাস ত্যাগ করা কিন্তু খুবই দরকার।
অন্যদিকে, শাহরুখ খান বললেন, অানুশকা সেটে বড্ড বেশি ঘড়ি ধরে চলেন। একটুও সময়ের এদিক ওদিক হয় না। ওঁর জন্য বাকিদের মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হয়, ‘ অানুশকা চলে এল সেটে, আমি আসতে পারলাম না’। এটা বন্ধ করা দরকার।
সূত্র- আজকাল
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়