কানাইঘাট নিউজ ডেস্ক:
জকিগঞ্জ থেকে সিলেটে ইজতেমায় আসার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার সন্ধ্যা ছয়টার সময় উপজেলার রামধা বাজারের পাশে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দুইজন যাত্রী প্রাণ হারিয়েছেন।
নিহত একজন জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামের আরকান আহমদ। অপরজনের নাম জানা যায়নি।
এ ঘটনায় গাড়িতে থাকা প্রায় সকলযাত্রীই আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে বাসটি উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়