নিজস্ব প্রতিবেদক:গত শনিবার ভোর রাতে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৪৪ একর সরকারী ভূমিতে অবস্থিত মেদল বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহতের ঘটনায় কানাইঘাট থানায় পাল্টা পাল্টি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এক পক্ষের প্রধান আসামী ব্যবসায়ী কামাল উদ্দিন সহ ৪জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে এলাকায় বর্তমানে দু’পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘর্ষের ঘটনায় দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফারুক আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃত কামাল উদ্দিন সহ ৩৪জনকে আসামী করে গত শনিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি শনিবার রাতে রেকর্ড করা হয়। অপরদিকে অপর পক্ষের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মোহাম্মদ আলী বাদী হয়ে ফারুক আহমদ সহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে তাদেরও অভিযোগটি রেকর্ড করা হয়। উভয় পক্ষের মামলায় প্রায় শতাধিক লোকজন আরো অজ্ঞাতনামা অর্ধশতাধিক ব্যক্তি আসামী হওয়ায় এলাকার লোকজন বর্তমানে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি মেদল বিলের সরকারী গোচারন ভূমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রসজ্ঞত যে, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি গ্রামে অবস্থিত মেদল বিল নামে পরিচিত সরকারী গোচারন ভূমির ৪৪ একর ভূমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপক্ষ সরকারী ভূমি দখল মুক্ত করার জন্য মহামান্য হাইকোর্টের একটি ব্র্যাঞ্চে রীট করলে সরকারী গোচারন ভূমি উদ্ধার করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তারপরও একদিকে স্থানীয় দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত ইনসান আলীর পুত্র ফারুক আহমদ (৬০) গং উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের হোনা মিয়ার পুত্র কামাল উদ্দিনের গংদের মধ্যে সরকারী গোচারন ভূমি ও মেদল বিলের দখল নিয়ে আদালতে ও থানায় পাল্টাপাল্টি মামলা চলছিল। গত শনিবার ভোর রাতে কামাল উদ্দিনের নেতৃত্বে কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক লোকজন গোচারন ভূমি পানি নিষ্কাসনের জন্য বিলের বাঁধ কেটে দেওয়ার সময় প্রতিপক্ষ ফারুক আহমদের নেতৃত্বে অপর পক্ষ গোচারন ভূমির জলাশয় এলাকার বাঁধ কাটতে বাঁধা প্রদান করলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ফারুক আহমদ গংদের পক্ষের ২৫ জন অপর পক্ষের অনন্ত ২০ জন আহত হন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিন ধরে সরকারী গোচারন ভূমির ৪৪ একর জমির জবর দখল নিয়ে এলাকায় দু’পক্ষেরমধ্যে বিরোধ থাকার পরও সরকারী ভাবে সরকারের সম্পত্তি উদ্ধার না করায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়