Thursday, December 1

কানাইঘাটে বসত ঘরে আগুন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বড়চতুল ইউপির লখাইরগ্রামের এক নিরীহ মহিলার বাঁশ বেত ছনের বসত ঘরে গত বুধবার গভীর রাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুনে বসত ঘরের মালামাল সহ হাঁস-মোরগ এবং নগদ ২০ হাজার টাকা পুড়িয়ে ছাই সহ অনুমান ১ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। এ ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানার এস.আই পিযুষ দেবনাথ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। জানা যায়, গত বুধবার রাত অনুমান ১২টার দিকে কে বা কাহারা লখাইরগ্রাম গ্রামের হারিছ উদ্দিনের স্ত্রী নিরীহ রীনা বেগম (৪০) এর ছন বেতের বসত ঘরে আগুন ধরিয়ে দিলে বসত ঘরটি পুড়ে যায়। এ ঘটনায় রীনা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত হাজী তবারক আলীর পুত্র শরিফ উদ্দিন (৪৫) কে আসামী করে বৃহস্পতিবার থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাটি তদন্ত করে। রীনা বেগমের অভিযোগ তার স্বামী ভারতের মুম্বাই শহরে থাকার কারনে শরিফ উদ্দিন প্রায়ই তাকে বিয়ের প্রস্তাব দিত। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় সে তার বসত ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এস.আই পিযুষ দেবনাথ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়