নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট দারুল উলূম দারুল হাদীস মাদরাসার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় দারুল উলূম মাদরাসা মিলনায়তনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরাসার সিনিয়র শিক্ষক, শাইখুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, আল্লামা শামছুদ্দীন দুর্লভপুরী প্রমূখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়