Sunday, December 4

মার্কিন ভোটাভুটির নিশ্চিত জবাব দেবে ইরান: রুহানি

মার্কিন ভোটাভুটির নিশ্চিত জবাব দেবে ইরান: রুহানি

কানাইঘাট নিউজ ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়নের জন্য মার্কিন সিনেট নতুন যে ভোটাভুটি করেছে তার নিশ্চিত জবাব দেয়া হবে। তিনি মার্কিন সিনেটের নিষেধাজ্ঞা নবায়নের এ উদ্যোগকে গত বছর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু চুক্তির চরম লঙ্ঘন বলে তার সমালোচনা করেছেন।

ইরানের জাতীয় সংসদে প্রেসিডেন্ট রুহানি আজ রোববার এ মন্তব্য করেন। আগামী ফারসি অর্থ-বছরের জন্য সংসদে বাজেট পেশ করার পর দেয়া বক্তৃতায় পরমাণু সমঝোতা ও মার্কিন উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি। আগামী ২১ মার্চ থেকে ইরানে নতুন বছর শুরু হবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, গত বছরের জুলাই মাসে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল ইরান কখনো তা লঙ্ঘন করবে না। তিনি এ সমঝোতাকে একটি আন্তর্জাতিক দলিল বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ছয় জাতিগোষ্ঠীর পক্ষ থেকে কোনো দেশ এ সমঝোতা লঙ্ঘন করলে ইরান তা সহ্য করবে না। মার্কিন সিনেট ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করার সিদ্ধান্ত নিয়ে এই সমঝোতা লঙ্ঘনের বিপরীতে অবস্থান নিয়েছে এবং তেহরান তার চরম জবাব দেবে।

সূত্র: রেডিও তেহরান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়