নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক গণপরিষদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ এ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, জীবনের শেষ মুহুর্থে তিনি জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে তাকে আনারস মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচিত হলে দলমতের উর্ধ্বে উঠে জেলা পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, জেলা পরিষদের নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছেনা। নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করবেন। দলমতের উর্ধ্বে উঠে সব দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের তিনি অকুন্ঠ সমর্থন পাচ্ছেন উল্লেখ করে বলেন, তিনি বিজয়ী হলে জেলা পরিষদ সকল মতের মানুষের প্রতিষ্ঠানে পরিনত হবে। এ্যাড. লুৎফুর রহমান বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীমের পরিচালনায় উক্ত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সিলেট মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, প্রবীণ আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান, জেলা আ’লীগ নেতা আব্দুল মুমিন চৌধুরী, মোহাম্মদ আলী দুলাল, রাহেল আহমদ, লোকমান আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাড. ফখরুল ইসলাম। নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান, ফখরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুন নুর, আলিম উদ্দিন, সেলিম চৌধুরী, ফয়জুর রহমান, মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম সহ জেলা ও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত বিভিন্ন দলের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা আ’লীগ নেতৃবৃন্দ জেলা পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড ধরে রাখার জন্য দলমতের উর্ধ্বে উঠে এ্যাড. লুৎফুর রহমানকে বিজয়ী করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়