কানাইঘাট নিউজ ডেস্ক: মেসির
প্রশংসা করে ক্ষমা চাইলেন এসপানিওলের কোচ কিকে সানচেস ফ্লোরেস। লা লিগায়
নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে সর্বশেষ ম্যাচে ৪-১ ব্যবধানে হারে
এসপানিওল।
ম্যাচ শেষে দুর্দান্ত খেলা মেসির প্রশংসাই শুধু নয় এদিন তাকে জড়িয়েও ধরেন ফ্লোরেস। এ ঘটনাটিই মেনে নিতে পারেনি
এসপানিওল সমর্থকরা। পরিস্থিতি বুঝতে পেরে তাই ক্ষুব্ধ সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ফ্লোরেস বলেন, 'আমি ক্ষমা চাইছি কারণ কখনই আমার এসপানিওলের সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না'। 'আমি দলটির অনুভূতি বুঝতে পারি। অবশ্যই আমি দলটির ১১৬ বছরের পুরো ইতিহাস জানি না'।
কেননা, এখানে মাত্র তিন মাস আছি। কিন্তু আমি চাই, লোকে খুশি থাকুক এবং উপভোগ করুক। তাই আমি দুঃখিত। আমি স্বত:স্ফূর্তভাবেই কাজ করি এবং প্রতিপক্ষদের সঙ্গে সম্ভাব্য সেরা উপায়ে আচরণ করার চেষ্টা করি।
ম্যাচ শেষে দুর্দান্ত খেলা মেসির প্রশংসাই শুধু নয় এদিন তাকে জড়িয়েও ধরেন ফ্লোরেস। এ ঘটনাটিই মেনে নিতে পারেনি
এসপানিওল সমর্থকরা। পরিস্থিতি বুঝতে পেরে তাই ক্ষুব্ধ সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ফ্লোরেস বলেন, 'আমি ক্ষমা চাইছি কারণ কখনই আমার এসপানিওলের সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না'। 'আমি দলটির অনুভূতি বুঝতে পারি। অবশ্যই আমি দলটির ১১৬ বছরের পুরো ইতিহাস জানি না'।
কেননা, এখানে মাত্র তিন মাস আছি। কিন্তু আমি চাই, লোকে খুশি থাকুক এবং উপভোগ করুক। তাই আমি দুঃখিত। আমি স্বত:স্ফূর্তভাবেই কাজ করি এবং প্রতিপক্ষদের সঙ্গে সম্ভাব্য সেরা উপায়ে আচরণ করার চেষ্টা করি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়