নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার পৃথক ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখা এবং কানাইঘাট স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুপুর ১২টায় বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাষ্টার জার উল্লার সভাপতিত্বে ও সচিব ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, সুরতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজিদ মিয়া, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার কর্ম তৎপরতার প্রশংসা করে বলেন, তিনি কানাইঘাটে সরকারী দায়িত্ব পালনের সময় বিশেষ করে শিক্ষার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি যা করেছেন তা শিক্ষক সমাজ সব সময় মনে রাখবে। অনুষ্ঠান শেষে শিক্ষক নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ উপহার
সামগ্রী তুলে দেন। এদিকে সন্ধ্যা ৭টায় উপজেলা ডাক বাংলো মিলনায়তনে কানাইঘাট স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে নির্বাহী কর্মকর্তাকে পৃথক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজির হাসান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ সাগরের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, চিত্রশিল্পী ভানু লাল দাস, কাউন্সিলর তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজমল হোসেন, যুবলীগ নেতা এনামুল হক, শামীম, ফখরুল, জয়নুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আজমল, রাজু, হাসনাত, ফয়ছল, আবুল হোসেন, মামুন, হারিছ, সারওয়ার, মিনু, আশফাক, শিপন, সৌরভ, সোহাগ, কয়েছ, রাসেল, রনি, সারোয়ার প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়