কানাইঘাট নিউজ ডেস্ক:
অবতরণের সময় পরস্পরের মুখোমুখি হয়েও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে
দুটি বিমান। মঙ্গলবার সকালে ভারতের রাজধানী দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
খবর এনডিটিভির।
লক্ষ্মৌ থেকে ইন্ডিগোর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ এবং স্পাইসজেটের বিমানটি উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিভ্রাটের কারণে রানওয়েতে মুখোমুখি অবস্থানে চলে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেন এমন হয়েছে, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সিভিল এভিয়েশনের ডিজি।
এর আগে মঙ্গলবার ভোরে গোয়ার ডাবলিম বিমানবন্দরে জেট এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়নের সময় পাক খেয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে ১৬১ আরোহীর মধ্যে ১৫ জন আহত হন। তবে বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়।
লক্ষ্মৌ থেকে ইন্ডিগোর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ এবং স্পাইসজেটের বিমানটি উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিভ্রাটের কারণে রানওয়েতে মুখোমুখি অবস্থানে চলে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেন এমন হয়েছে, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সিভিল এভিয়েশনের ডিজি।
এর আগে মঙ্গলবার ভোরে গোয়ার ডাবলিম বিমানবন্দরে জেট এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়নের সময় পাক খেয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে ১৬১ আরোহীর মধ্যে ১৫ জন আহত হন। তবে বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়