কানাইঘাট নিউজ ডেস্ক:
আমেরিকা বা ইংল্যান্ডে যখন প্রশাসনিক পদের শীর্ষে বসেননি মহিলারা, তখন
ভারতের ক্ষমতা শীর্ষে পৌঁছে গেছেন মহিলারা, একটি আলোচনা সভায় বললেন
ক্যাটরিনা কাইফ। মহিলাদের সামাজিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা
বললেন, ভারতে এখনও মহিলারা সুরক্ষিত। সারা পৃথিবীতেই এখনও সমাজ পুরুষ
প্রধান। সেখানে মহিলাদের স্বাধীনতার বিষয়টি একটুও গুরুত্ব দিয়ে দেখা হয় না।
একমাত্র ভারতেই অনেকাংশ বিষয়টি আলাদা। এখানে অনেকদিন আগেই মহিলারা ক্ষমতার
শীর্ষে পৌঁছে গেছেন। আমেরিকা বা ইল্যান্ডেরও আগে।
একথা ঠিক এখনও পারিবারিক হিংসায় নানা সময়ে আক্রান্ত হন মহিলারা। অত্যাচার চলে তাঁদের উপর। কিন্তু অত্যাচার সহ্য করে চুপ করে থাকা বদলে অনেকেই এখন উত্তর দিতে শিখেছেন। অনেকেই এখন পুলিসের কাছে অভিযোগও জানান অনেকে। কিন্তু কয়েকজন সামাজিক নিয়মের ভয়ে চুপ করে থাকেন। এখন বোধহয় সময় এসেছে বাইরে বেরিয়ে অভিযোগ জানানোর।
সূত্র- আজকাল
একথা ঠিক এখনও পারিবারিক হিংসায় নানা সময়ে আক্রান্ত হন মহিলারা। অত্যাচার চলে তাঁদের উপর। কিন্তু অত্যাচার সহ্য করে চুপ করে থাকা বদলে অনেকেই এখন উত্তর দিতে শিখেছেন। অনেকেই এখন পুলিসের কাছে অভিযোগও জানান অনেকে। কিন্তু কয়েকজন সামাজিক নিয়মের ভয়ে চুপ করে থাকেন। এখন বোধহয় সময় এসেছে বাইরে বেরিয়ে অভিযোগ জানানোর।
সূত্র- আজকাল
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়