Wednesday, December 7

কানাইঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালন


নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-১৬ উদযাপন উপলক্ষ্যে কানাইঘাটে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজিএম নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও জুনিয়র ইঞ্জিনিয়ার তপন কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বক্তব্য রাখেন, এলাকা পরিচালক প্রভাষক বীনা রানী সরকার, এজিএম অশোক নেয়াজ, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক সুজন চন্দ অনুপ, ছাত্রনেতা ইয়াহইয়া ডালিম সহ জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, দেশে বিদ্যুৎ সাশ্রয় করতে হলে সবাইকে সচেতন হবে। অযথা বিদ্যুৎ অপচয় না করে, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সর্বসাধারনের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়