Thursday, December 22

সিলেটে র‍্যাবের অভিযান ! নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কানাইঘাট নিউজ ডেস্ক: র‍্যাব-৯ সিলেট ক্যাম্প সিলেট নগরীর রায়নগর মুক্তারখাকী এলাকা থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৭ গ্রাম হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি পীযুষ চন্দ্র দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছা. হোসনে আরা (৩৩)। তিনি সুনামগঞ্জ সদর থানার চিলাউড়া গ্রামের মো. ফরিদ মিয়ার মেয়ে। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত হোসনে আরা দীর্ঘদিন যাবত সিলেট শহর এবং সিলেটের আশপাশ এলাকায় হেরোইন, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন ক্রয় করে সে বিক্রি করে। গ্রেপ্তারকৃত আসামী রায়নগর এলাকায় একজন চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী ও বেশ কয়েকবার মাদক ব্যবসায় অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র:-সিলেট টুডে২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়