Tuesday, December 13

শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

কানাইঘাট নিউজ ডেস্ক:

প্রাথমিক প্রথম গ্রেড : দেবাঞ্জলী রায় (২৪৭), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। শামীমা আক্তার শাম্মী (১৫৬), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। মাশিয়াতুল জান্নাত শামা (২৪৯), হিলসিটি একাডেমী, শিবগঞ্জ, সিলেট। ইফ্ফাত খান নওশিন (৪১৫), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। ফাহমিদুল আলম (২৪৪), আর রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল, নবাবরোড, সিলেট। মানজারুল হাছান চৌঃ (১৫৫), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। সৌম্যদীপ রায় (২১৯), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। হৃদি দেব (২৭৪), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। সাদমান সাকিব সামি (২৭৭), বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট। প্রীতম সূত্রধর (১৮৮), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। 
 প্রাথমিক দ্বিতীয় গ্রেড : 
সুরাইয়া আক্তার নওশীন (২৩৪), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। নিশাত তাহিয়াত প্রমি (৩২৯), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। মোঃ আসওয়াদ চৌধুরী রামিম (৩৮৮), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। মোঃ নাঈমুল হোসেন চৌধুরী (২৫২), কঁচিকণ্ঠ শিশু বিদ্যালয়, ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। ইসমিতা সাহা পুনম (২৩৫), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। অনিমা বিনতে আলীম (২৬৮), জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ, জৈন্তাপুর, সিলেট। সাঈদুর রহমান (২৯৩), বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট। নব্যেন্দু তালুকদার (২৩৬), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। সৌমিক দাস পায়েল (১৮৭), পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, রিকাবীবাজার, সিলেট। আহনাফ আবিয়াল (২৭৯), বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট। 
প্রাথমিক তৃতীয় গ্রেড :
 মোহাম্মদ রাফিদুজ্জামান (৩৩৮), সৃজনী বিদ্যাপীঠ, লক্ষীপাশা, গোলাপগঞ্জ, সিলেট। মোস্তফা তাহমিন নাসের (৩০৫), বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট। তাহফিকুল ইসলাম রাফি (৪৮৬, সিলেট ইসলামী একাডেমী, রায়নগর, সিলেট। তানিশা ফারুক বীথি (২৫৯), কঁচিকণ্ঠ শিশু বিদ্যালয়, ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। ইমতিয়াজুল কবীর শাফি (৩৭০), হেলিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। রাফাত জসীম রোশাম (৪৫০), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। পার্থ তালুকদার (২২৫), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। হিমেল দাস (২৯৯), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। স্নিগ্ধা গাঈুঁলী পূজা (৩৪৬), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। আয়েশা জান্নাত হূমায়রা (৩৮৬), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। মোঃ সাকিব ইবনে আমির (৪২৪), নতুন কুঁড়ি শিশু বিদ্যালয়, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। আবু সাঈদ (মাহি) (৪৮৫), সিলেট ইসলামী একাডেমী, রায়নগর, সিলেট।  
প্রাথমিক সাধারণ গ্রেড :
 মোছাঃ নূশরাত জাহান ইমরানা (৪), বগাইয়া হাওড় মডেল কিন্ডার গার্টেন, হাদারপাড়, গোয়াইনঘাট, সিলেট। ইসরাত জাহান আয়শা (২), বগাইয়া হাওড় মডেল কিন্ডার গার্টেন, হাদারপাড়, গোয়াইনঘাট, সিলেট। সৌমিক জাহান নিলু (২১), ভাটরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোম্পানীগঞ্জ, সিলেট। জয়া রাণী সাহা (২৮), আল ইহ্সান প্রি-ক্যাডেট একাডেমি, থানা বাজার, কোম্পানীগঞ্জ, সিলেট। মোঃ কবির হোসেন (৩০), আল ইহ্সান প্রি-ক্যাডেট একাডেমি, থানা বাজার, কোম্পানীগঞ্জ, সিলেট। রাফিদ হোসেন ওয়ালিদ (৩৬), আছান উল্লাহ ইসলামী একাডেমি, পনাউল্লাহ বাজার, বিশ্বনাথ, সিলেট। মিজানুর রহমান (৩৭), আছান উল্লাহ ইসলামী একাডেমি, পনাউল্লাহ বাজার, বিশ্বনাথ, সিলেট। আল হানিফ (৪৭), সানশাইন কিন্ডার গার্টেন, আলীনগর, বিয়ানীবাজার, সিলেট। ইশরাত নাছির নিছা (৫৩), সানশাইন কিন্ডার গার্টেন, আলীনগর, বিয়ানীবাজার, সিলেট। তানহা তাবাচ্ছুম (৮৭), সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন, মোগলাবাজার, সিলেট। কাওছার আহমদ হাবিব (৭৫), সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন, মোগলাবাজার, সিলেট। তৌছা বেগম (১০০), পূর্ণাখলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রেঙ্গাঁ হাজীগঞ্জ বাজার, সিলেট। মোছাঃ ফাহিমা বেগম (১১৫), ময়না মিয়া নৈখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট। মোঃ হাসিবুল হাসান অনিক (১২১), জগন্নাথপুর নার্সারী স্কুল, জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোঃ ওবায়দুল্লাহ আল মামুন (১২৯), বিয়াম ল্যাবরেটরি স্কুল, কোম্পানীগঞ্জ, সিলেট। আবিদা সুলতানা অপি (১৩৭), বিয়াম ল্যাবরেটরি স্কুল, কোম্পানীগঞ্জ, সিলেট। আফজল হোসেন (১৪৯), শফিক-রাবেয়া একাডেমী, রোকনপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট। তামান্না জান্নাত (১৬৯), হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। কামরুন নাহার কেয়া (১৭১), হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আসিফ ইমরান খান (১৮৯), মা-মণি কিন্ডার গার্টেন, খাদিমনগর, সিলেট। ফাহাদ মাহমুদ ফাহাদ (১৯৪), ইকবাল একাডেমী, রেঙ্গা হাজীগঞ্জ বাজার, দক্ষিণ সুুরমা, সিলেট। মোছাঃ ফাহমিদা আক্তার রিয় (২০১), ইকবাল একাডেমী, রেঙ্গা হাজীগঞ্জ বাজার, দক্ষিণ সুুরমা, সিলেট। মোহসীন হোসেন (নাহিদ) (২০৭), হাজী আনোয়ার আলী একাডেমী, রেঙ্গা হাজীগঞ্জ বাজার, দক্ষিণ সুরমা, সিলেট। বেদত্রয়ী দে (২৪৩), আর রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল, নবাবরোড, সিলেট। হোসাইন আহমদ রুহান (২৯২), বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট। মীর তাওহীদুল আলম (২৭৮), বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট। মোঃ আবদুল্লাহ (২৮৩), ইকরা কিন্ডার গার্টেন, পুরকায়স্থবাজার, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। অভি আহমদ (২৮৫), ইকরা কিন্ডার গার্টেন, পুরকায়স্থবাজার, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। মিতি তালুকদার (২২৩), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। শামান্তা মাহজাবিন চৌধুরী (৩৪৫), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। দেবজিৎ সরকার (২১৮), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। অগ্নিলা দাস (২২১), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, সিলেট। অপূর্ব সাহা ইমন (১৮৪), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। পার্থ তালুকদার (২২৫), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। জাহিদুল ইসলাম (জিহাদ) (২৫৩), কঁচিকণ্ঠ শিশু বিদ্যালয়, ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। ফাতিমা খাতুন লিমু (২৬০), কঁচিকণ্ঠ শিশু বিদ্যালয়, ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। মোঃ সোহানুর রহমান ভূঁইয়া (২৬৫), জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল¬াহ স্কুল এন্ড কলেজ, জৈন্তাপুর, সিলেট। নিশাত আনজুম আর্নিকা (২৬৭), জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল¬াহ স্কুল এন্ড কলেজ, জৈন্তাপুর, সিলেট। মোঃ আবদুল্লাহ (২৮৩), ইকরা কিন্ডার গার্টেন, পুরকায়স্থবাজার, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। অভি আহমদ (২৮৫), ইকরা কিন্ডার গার্টেন, পুরকায়স্থবাজার, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। মোঃ সিদরাতুল মুনতাহা (৩০৮), সুরমাভ্যালি কিন্ডারগার্টেন, উদ্যম-৭, লামাবাজার, সিলেট। ইহসানুল ইসলাম (৩১৭), আল-হেরা একাডেমী, মীর গঞ্জ বাজার, গোলাপগঞ্জ, সিলেট। সালমান আহমদ রেজু (৩১৮), আল-হেরা একাডেমী, মীর গঞ্জ বাজার, গোলাপগঞ্জ, সিলেট। এনামুল করিম মুমিন (৩৩৫), কিশোর কলি প্রি-ক্যাডেট একাডেমী, মমতাজ মহল, মহালদিক, সিলেট। ছামিরা জান্নাত লাভলী (৩৪০), ঘোষগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোষগাঁও, গোলাপগঞ্জ, সিলেট। মিনহাজ ইসলাম ইমা (৩৫০), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। নুজহাত ফারিহা (৩৫২), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। সাফওয়ান হাসান খান (৩৭১), হেলিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। অর্পিতা মালাকার তনু (৩৭২), হেলিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তাসলিমা বেগম (৩৯২), চিলাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোম্পানীগঞ্জ, সিলেট। ফাহিমা আক্তার (৪০১), সিটি মডেল স্কুল, নোয়াপাড়া, সিলেট। পারমিতা ভট্টাচার্য্য (৪০৩), সিটি মডেল স্কুল, নোয়াপাড়া, সিলেট। মোঃ ছাজিদুল বারী (৪১৮), রায়গড়-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আব্দুল্লাহ আল সামী (৪২৩), নতুন কুঁড়ি শিশু বিদ্যালয়, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। মোছাঃ ফাতেমা জান্নাত কলি (৪৩৪), নতুন কুঁড়ি শিশু বিদ্যালয়, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। সানজিদা রহমান চৌধুরী (৪৩৮), নবারুন শিশু বিদ্যালয়, কলাবাগান, বিরাহিমপুর, দক্ষিণ সুরমা, সিলেট। নাবিহা তায়্যিবা চৌধুরী (৪৫৭), চাইল্ড কেয়ার একাডেমী, কাউদিয়া, বিয়ানীবাজার, সিলেট। হাবিবা জান্নাত (৪৫৮), চাইল্ড কেয়ার একাডেমী, কাউদিয়া, বিয়ানীবাজার, সিলেট। মুমিনুল ইসলাম মাহি (৪৬৭), কাজী জালালউদ্দিন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজীটুলা, সিলেট। মোঃ ফুয়াদ আহমদ শাফি (৪৭১), জালালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গালিমপুর, দক্ষিণ সুরমা, সিলেট। শাদমান সাকিব রিহান (৪৭২), জালালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গালিমপুর, দক্ষিণ সুরমা, সিলেট। ইভা আক্তার (৫০৩), কিশোরী মোহন সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়, নয়াসড়ক, সিলেট।  
জুনিয়র প্রথম গ্রেড :
 মোঃ কামরুল হাসান চৌধুরী (৯), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। চৈতী উপাধ্যায় (৫৫), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। পাপিয়া আফরিন দৃষ্টি (৫৮), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। শেখ মোঃ শাহরিয়ার আহমদ সোহান (১১), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। সানজিদা আক্তার আলো (৫৬), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। মোঃ মেহেরাব হাসান শুুভ (১২), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। স্মীতা পুরকায়স্থ (৮৬), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। জুনিয়র দ্বিতীয় গ্রেড : তাহ্মিনা আকতার (বৃষ্টি) (৪২), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। জয় পুরকায়স্থ (৮০), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। নোশিন তাসনিম (৫৪), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। মোহাঃ ছাকিব বিন নজরুল সরকার (৭৩), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। মোঃ আশরাফুল আলম (৫১), বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, আখালিয়া, সিলেট। মেহেদী হাসান (নাঈম) (৫২), বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, আখালিয়া, সিলেট। বিক্রমাদিত্য ভট্টাচার্য্য বর্ণ (১০), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট।
 জুনিয়র তৃতীয় গ্রেড :
 আহনাফুজ্জমান মিনহাজ (৯৩), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। হানিফা বেগম নিশাত (১১৪), সিলেট ইসলামী একাডেমী, রায়নগর, সিলেট। তাহরিন তাবাস্সুম তারিন (২৯), হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। অন্তরা নাথ (আঁখি) (৩৪), হযরত শাহপরান (রাঃ) উচ্চ বিদ্যালয়, শাহপরান, সিলেট। অনন্যা রশীদ (৭৪), জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, জালালাবাদ সেনানিবাস, সিলেট। আব্দুল মুমিন রাহি (৭৬), কিশোর কলি প্রি-ক্যাডেট একাডেমী, মমতাজ মহল, মহালদিক, সিলেট। এহসানুল হক নিয়াজ (৯৯), সিলাম পি.এল. বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিলাম, সিলেট। মোছাঃ মাহমুদা খানম (১০৭), রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ, সিলেট। তাহমিদা বেগম (১১০), ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ, সিলেট। নাফিউর রহমান (৬৭), আল-হেরা একাডেমী, মীর গঞ্জ বাজার, গোলাপগঞ্জ, সিলেট।
 জুনিয়র সাধারণ গ্রেড :
 সুব্রত দাশ সুজিত (১), ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট। তাহমিনা আক্তার লিনা (২৭), হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ফাবলিহা ইসলাম (২৮), হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। অরুনাভ ভট্রাচার্য্য (২১), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। রনিত চন্দ্র দে (৩৫), সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিঘাট, সিলেট। মোছাঃ উম্মে হাবিবা সুমি (৪৩), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। তাসনিম হক আনিকা (৪৪), সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট। মোঃ তানভীরুল ইসলাম (৬৬), আল-হেরা একাডেমী, মীর গঞ্জ বাজার, গোলাপগঞ্জ, সিলেট। হাজেরা জান্নাত তাহা (৬৩), আল-হেরা একাডেমী, মীর গঞ্জ বাজার, গোলাপগঞ্জ, সিলেট। জৌহর দোদায়েব (৭৯), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। আবু সাঈদ (৮১), শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার, সিলেট। এনায়েত করিম মামুন (৭৭), কিশোর কলি প্রি-ক্যাডেট একাডেমী, মমতাজ মহল, মহালদিক, সিলেট। আবিদা আক্তার সাম্মি (১১৩), ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আব্দুল মুবিন জুম্মান (১০০), সিলাম পি.এল. বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিলাম, সিলেট। মোছাঃ ফাহমিদা আক্তার কেয়া (১০২), সিলাম পি.এল. বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিলাম, সিলেট। শামসুর রহমান বৃত্তি (৫ম ও ৮ম শ্রেণী) পরীক্ষায় উর্ত্তীণদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৮ জানুয়ারি ২০১৭ রবিবার দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে (কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ) অনুষ্ঠিত হবে। সকল গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের দুপুর ১১ টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়