Saturday, December 17

৬৪ জেলায় হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি

৬৪ জেলায় হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি

কানাইঘাট নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী এলজিইডি ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন করেন। তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে কুণ্ঠাবোধ করলে তা আমাদের জন্য লজ্জার। তাই জাতির পিতার অবদান জাতির কাছে অবিস্মরণীয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নদ-নদীতে পানির ধারণ ক্ষমতা বাড়াতে টারশিয়ারি ক্যানেলে তিন হাজার কোটি টাকা ব্যয়ে পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি)। পানির সংকট দেখা দেয়ার আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খরার সময় দেশে পানির স্বল্পতা দেখা দিচ্ছে। পানির স্তর কোন কারণে কমে যাচ্ছে তা অনুসন্ধান করতে এবং এর সমাধান খুঁজতে হবে। এছাড়া কিভাবে পানির উত্তোলন বাড়ানো যায় সে লক্ষ্যে গ্রাউন্ড লেভেল থেকে পানি উত্তোলনে ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতে আমাদের সারফেজ পানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে। ২০২১ সাল দারিদ্রমুক্ত দেশ এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এই লক্ষ্যমাত্রার আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।’

বর্তমান সরকার সময়ে দেশের মানুষের মাথা পিছু আয় অনেক বেড়েছে এ কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, মাথা পিছু আয় এখন এক হাজার ৬৫৫ ডলারে এসে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে দেশের সব ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে। আর এই ধারাবাহিকতায় ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।
--বিডিলাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়