কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার উপর ঝিঙ্গাবাড়ি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। বুধবার সকালে এলাকাধীন চরিগ্রামে একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- সাদিকুর রহমান (২৫), মামুন (৩৫),মূসা (৩০),আব্দুল করিম (৪০)রহিম উদ্দিন (৩৮) আদনান (২৭) ও ফখরুজ্জামান (৩৮)।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় চরিগ্রামের গোপাট থেকে বুরহানুদ্দিন সড়ক পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল আদনান মিয়া ও তার গোত্রের। সকালে ওই রাস্তা সংস্কার করতে গেলে প্রতিপক্ষ নুরুজ্জামান মিয়ার লোকেরা বাধা দিলে সংঘর্ষ বাধে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়