Monday, December 5

নৌকা পেয়েই আইভির মুখে নতুন স্লোগান

নৌকা পেয়েই আইভির মুখে নতুন স্লোগান

কানাইঘাট নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন (নৌকা) প্রতীক। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন (ধানের শীষ)।

আজ সোমবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে নারায়ণগঞ্জে। প্রতীক পাওয়ার পর সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়।’ এটিই আমি ধারণ করি।

ক্ষমতাসীন দলের এই প্রার্থী আরও বলেন, তিনি চান নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হবে না। শান্তির পরিবেশ বিরাজ করবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, তারা অতীতে তার (আইভী) প্রতি আস্থা রেখেছে। পাশে থেকেছে। তিনি আশা করেন, এবারও জনগণ তাকে ভোট দেবে। নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।

প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী তার বাবা প্রয়াত আলী আহমেদ চুনকার কবরের কাছে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

এদিকে প্রতীক পাওয়ার পর রিটার্নিং কার্যালয়ের কাছে সাংবাদিকদের বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ধানের শীষের প্রতি গণজোয়ার তৈরি হচ্ছে। ধানের শীষ জয়লাভ করবে। তিনি বলেন, বিএনপি জিয়ার আদর্শে গড়া দল। এখন এই দলের নেতৃত্বে চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তাকে (সাখাওয়াত) এই প্রতীক নিয়ে নির্বাচন করতে বলেছেন। এটি শুধু তার নয়, এটি দলের নির্বাচন। ধানের শীষের নির্বাচন।

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান আরও বলেন, তিনি অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে। সাত খুন মামলায় তিনি লড়েছেন। নারায়ণগঞ্জের মানুষ তাকে চেনে, জানে। আজ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সব মিলে নারায়ণগঞ্জে এখন নির্বাচনী আমেজ চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়