Tuesday, December 27

কানাইঘাট বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে কানাইঘাট সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক ও উপজেলা সহকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, জন্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, উমরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নুরুল আম্বিয়া, কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশের আলম শাহীন, শিবনগর স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, সহকারী শিক্ষক নুর উদ্দিন প্রমুখ। বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি কানাইঘাটের প্রাথমিক শিক্ষার উন্নয়নে এবং শিক্ষক সমাজের কল্যাণে যেসমস্ত উদ্যোগ ও কাজ করেছেন তা কানাইঘাটের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কখনও বুলবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়