নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বর্তমান সরকারের দমন, নিপীড়নকে উপেক্ষা করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। তিনি বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে আরো বলেন, ক্ষমতায় তারা টিকে থাকার জন্য দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করে বিরোধী মতের নেতাকর্মীদের নামে, বেনামে মামলা মোকদ্দমা দিয়ে গুম, খুন, হয়রানী ও নির্যাতন করে যাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। এ থেকে দেশকে রক্ষা করতে তিনি দলীয় নেতাকর্মীদের বিভেদ, হিংসা পরিহার করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সংগ্রাম করতে হবে। আবুল কাহের শামীম শনিবার বিকেল ৩টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাহির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান ফয়ছল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ। বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, আব্দুন নুর, জসীম উদ্দিন, নজরুল ইসলাম, শাহজাহান সেলিম বুলবুল, যুবদলের সভাপতি নুর ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর উপজেলা বিএনপির এ কর্মী সমাবেশকে ঘীরে নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে কটাক্ক করে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে কর্মী সমাবেশে উত্তেজনার সৃষ্টি হলে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কর্মী সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য জেলা নেতৃবৃন্দ দিক নির্দেশনা প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়