কানাইঘাট নিউজ ডেস্ক:
অসাধারণ সব গান গেয়ে অল্প দিনেই খ্যাতি পেয়েছেন ভারতের মুর্শিদাবাদের ছেলে
অরিজিৎ সিং। বলিউডের সেরা গায়কদের মধ্যে তিনিও রয়েছেন। তবে খুব অল্প সময়েই
শেষ হতে যাচ্ছে তার গানের ক্যারিয়ার। কেননা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে
আগামী বছর থেকে আর গান করবেন না।
কেন গাইবেন না? ২৯ বছর বয়সী এই গায়কের ভাষ্য, ''বলিউডে পাঁচ-সাত বছর পরপর পুরনো গায়কদের সরিয়ে উঠে আসেন একঝাঁক নতুন মুখ। আমি হয়তো সেটা বদলাতে পারবো। তবে শুধুমাত্র গান গাওয়া নয়, সংগীতের অন্য দিকগুলোতে আগালে আমি হয়তো বলিউডে আরও অনেকদিন টিকে থাকতে পারবো। হয়তো এভাবেই বেঁচে থাকবো আমি।''
ভবিষ্যতের পরিকল্পনা কী? 'আশিকী' ছবির সবগুলো সুপারহিট গানের এই গায়ক বলেন, আগামী বছরগুলোতে মিউজিক টেকনোলজিতে আরও দক্ষ হতে চাই।
তবে বলিউড বোদ্ধারা ধারণা করছেন, সালমান খানের সঙ্গে বেশ কিছুদিন ধরে বেশ সম্পর্কের অবনতির কারণে এবং সালমানের প্রকাশ্যে তাকে অপমানের কারণে এরূপ করেছেন অরিজিৎ।
প্রসঙ্গত, মুম্বাই ফিল্মের জনপ্রিয় গায়ক অরিজিৎ ২০০৫ সালে ভারতীয় একটি জনপ্রিয় টিভি চ্যানেল সনি আয়োজিত প্রতিভা খোঁজার অনুষ্ঠান 'ফেম গুরুকুল' এর প্রতিযোগী ছিলেন। পরবর্তীতে সংগীত পরিচালক প্রীতমের সহকারী হয়ে ওঠেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
কেন গাইবেন না? ২৯ বছর বয়সী এই গায়কের ভাষ্য, ''বলিউডে পাঁচ-সাত বছর পরপর পুরনো গায়কদের সরিয়ে উঠে আসেন একঝাঁক নতুন মুখ। আমি হয়তো সেটা বদলাতে পারবো। তবে শুধুমাত্র গান গাওয়া নয়, সংগীতের অন্য দিকগুলোতে আগালে আমি হয়তো বলিউডে আরও অনেকদিন টিকে থাকতে পারবো। হয়তো এভাবেই বেঁচে থাকবো আমি।''
ভবিষ্যতের পরিকল্পনা কী? 'আশিকী' ছবির সবগুলো সুপারহিট গানের এই গায়ক বলেন, আগামী বছরগুলোতে মিউজিক টেকনোলজিতে আরও দক্ষ হতে চাই।
তবে বলিউড বোদ্ধারা ধারণা করছেন, সালমান খানের সঙ্গে বেশ কিছুদিন ধরে বেশ সম্পর্কের অবনতির কারণে এবং সালমানের প্রকাশ্যে তাকে অপমানের কারণে এরূপ করেছেন অরিজিৎ।
প্রসঙ্গত, মুম্বাই ফিল্মের জনপ্রিয় গায়ক অরিজিৎ ২০০৫ সালে ভারতীয় একটি জনপ্রিয় টিভি চ্যানেল সনি আয়োজিত প্রতিভা খোঁজার অনুষ্ঠান 'ফেম গুরুকুল' এর প্রতিযোগী ছিলেন। পরবর্তীতে সংগীত পরিচালক প্রীতমের সহকারী হয়ে ওঠেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়