Thursday, December 22

হুইপ সেলিমের মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশনের শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দির এমপি’র মাতা আজিজুন নেছা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিরোধীদলীয় নেতা, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে। প্রসঙ্গত, আজিজুন নেছা (৭৫) বুধবার (২১ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় রাত পৌণে ২ টার দিকে রয়েল লন্ডন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়