নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় রুমানা বেগম(১১)নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রুমানা উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মানিকপুর গ্রামের প্রবাসী আমির উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধনমাইর মাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী রুমানা সোমবার সড়কের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে লেগুনা যোগে বাড়ি ফেরার পথে মানিকপুর নামক যাত্রী ছাউনীর পাশে নামা মাত্র বিপরীতগামী একটি বেপরোয়া ট্রাক রুমানাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনতা তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ ৯ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ মঙ্গলবার সকাল ১১টায় রুমানা মারা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়