Thursday, November 17

পাকিস্তান ও নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত

পাকিস্তান ও নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে বাতিল হয়ে গেছে।

ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় চা বিরতির সময় দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও সুন্দরম রবি ম্যাচ বাতিলের ঘোষণা দেন। টস পর্যন্ত পরিচালনা করা সম্ভব হয়নি।

তবে আশার কথা হচ্ছে আগামী চারদিন আবহাওয়ার পূর্বাভাসে পরিস্থিতি স্বাভাবিক হবার ইঙ্গিত রয়েছে। যে কারণে বাতিল হওয়া সময়টুকু পুষিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেছেন আম্পায়াররা। শুক্রবার দিনের ম্যাচ ৩০ মিনিট এগিয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে বেশ আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ডে খেলতে এসেছে পাকিস্তান। তবে ভারতীয় সফরের ব্যর্থতা কাটিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডও ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, বাবর আজম, ইমরান খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সামী আসলাম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শারজিল খান, সোহেল খান, ওয়াহাব রিয়াজ, ইয়াসির সাহ, ইউনিস খান।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়