Friday, November 25

কানাইঘাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলে, বিক্ষুব্ধ লোকজন, ঘাতক ট্রাকটি ব্যাপক ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল অনুমান ৮টার দিকে কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল ঈদগাহ বাজার সংলগ্ন দলকিরাই গ্রাম মোড়ে। জানা যায়, জৈন্তাপুর উপজেলার সারিঘাট থেকে কানাইঘাটের আসার পথে বালু বোঝাই সিলেট-ড-১১-১২৬৭ নাম্বারের দ্রুতগামী ট্রাকটি কানাইঘাট-দরবস্ত সড়কের দলকিরাই মোড়ে পৌঁছামাত্র রাস্তা পারাপারের সময় স্থানীয় পর্বতপুর ডুংরা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের একমাত্র পুত্র শিশু সাওন আহমদ (৫) কে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে শিশু সাওনকে তার আত্মীয় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ এ শিশুকে মৃত ঘোষণা করলে তার আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। দুঘর্টনার পর ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও, স্থানীয় উত্তেজিত লোকজন ট্রাকটি ভাংচুর করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সাওনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়