Friday, November 4

আজ ঢাকায় আসছেন আফ্রিদি

আজ ঢাকায় আসছেন আফ্রিদি

কানাইঘাট নিউজ ডেস্ক: আজ সকালে ঢাকায় আসছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে তিনি ওই দিন সন্ধ্যায় খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামবেন।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার মো. বাকি।

তিনি জানান, বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে খেলতে শহীদ আফ্রিদি শুক্রবার সকালে ঢাকায় আসছেন। ওই দিন সন্ধ্যায় তিনি খুলনার বিপক্ষে মাঠে নামবেন।

মিডিয়া ম্যানেজার আরও জানান, শহীদ আফ্রিদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাশরাফির কুমিল্লার ভিক্টোরিয়ান্স খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়