কানাইঘাট নিউজ ডেস্ক:
সোমবার সকাল পৌনে ৯টায় খাদিজাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর আধা ঘণ্টা পর তার অপারেশন শুরু হয়। দুপুর পৌনে ৩টায় অস্ত্রোপচার শেষ হয়।
চিকিৎসকের বরাত দিয়ে খাদিজার বাবা মাসুক মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, খাদিজার বাম হাতে অস্ত্রোপচার সফল হয়েছে।
এর আগে সকালে মাসুক মিয়া বলেন, ‘খাদিজা আগের চেয়ে এখন অনেক ভালো আছে। তার শরীরের বাম অংশ নাড়াচাড়া করতে পারছে বলেই চিকিৎসকেরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল খাদিজার ভাই শাহীন আহমদ জানিয়েছিলেন, তার (খাদিজার) বাম হাতে ও মাথায় আরো একটি অপারেশন করা হবে। মাথার অপারেশনকে ‘ক্রেনিওপ্লাস্টি’ বলা হয়। এই দুটি অপারেশনই খু্ব গুরুত্বপূর্ণ।
গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজাকে মারাত্মক আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। পরে ৪ অক্টোবর ভোরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়