নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কানাইঘাট পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন গত ২৮ অক্টোবর ডাক বাংলোয় সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিপ্লব কান্তি দাস অপুকে সভাপতি, সুমন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক এবং মিঠুন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ছাত্র-যুব-ঐক্য পরিষদ কানাইঘাট পৌর শাখার কমিটি গঠন করা হয়। ছাত্র-যুব-ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড. রঞ্জন ঘোষ এবং সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করা হয়। এদিকে নবনির্বাচিত পৌর ছাত্র-যুব-ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে এক যৌথ বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু দূর্গা কুমার দাস, সাধারণ সম্পাদক হরিপদ শর্মা, পৌর শাখার সভাপতি শ্যামল কুমার দাস, সাধারণ সম্পাদক কলামিষ্ট মিলন কান্তি দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়