কানাইঘাট নিউজ ডেস্ক:
নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার সাবেক স্ত্রী
ইভানা ট্রাম্প একটি আবদার জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে
ইভানা জানান, তার আশা প্রাক্তন স্বামী ডোনাল্ড ট্রাম্প তাকে চেক
রিপাবলিকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করবেন’।
১৯৯২ সালে ইভানা সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ট্রাম্পের। তাদের এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। ইভানার দাবি, বিবাহ বিচ্ছেদের পরও তাদের সম্পর্কে কখনো তিক্ততা ছিল না। ৬৭ বছর বয়সী ইভানা টিভির উপস্থাপনার পাশাপাশি তিনটি বইও লিখেছেন।
১৯৪৯ সালে চেকোস্লাভিকিয়াতে ইভানার জন্ম। তার আরো দাবী চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হলে কোনো অসুবিধা হবে না। কারণ ঐদেশ তার জন্মস্থান। পাশাপাশি তিনি চেক ভাষা জানেন। সব ঠিক হলে অ্যান্ডি স্কাপিরোর জায়গায় চেক রিপাবলিকের নতুন রাষ্ট্রদূত হতে চলেছেন ইভানা ট্রাম্প!
১৯৯২ সালে ইভানা সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ট্রাম্পের। তাদের এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। ইভানার দাবি, বিবাহ বিচ্ছেদের পরও তাদের সম্পর্কে কখনো তিক্ততা ছিল না। ৬৭ বছর বয়সী ইভানা টিভির উপস্থাপনার পাশাপাশি তিনটি বইও লিখেছেন।
১৯৪৯ সালে চেকোস্লাভিকিয়াতে ইভানার জন্ম। তার আরো দাবী চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হলে কোনো অসুবিধা হবে না। কারণ ঐদেশ তার জন্মস্থান। পাশাপাশি তিনি চেক ভাষা জানেন। সব ঠিক হলে অ্যান্ডি স্কাপিরোর জায়গায় চেক রিপাবলিকের নতুন রাষ্ট্রদূত হতে চলেছেন ইভানা ট্রাম্প!
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়