Monday, November 7

'মার্কিন জনগণের উচিত নতুন দলকে সুযোগ দেয়া'

'মার্কিন জনগণের উচিত নতুন দলকে সুযোগ দেয়া'
কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট না দিতে আহ্বান জানিয়েছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন।

যুক্তরাষ্ট্রে সবচাইতে প্রভাবশালী এই দুই রাজনৈতিক দলের প্রার্থীকে ‘ঘৃণ্য ও অবিশ্বস্ত’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ দুই রাজনৈতিক দল এর আগে এমন প্রার্থী আর দেয়নি।’

রোববার নিউইয়র্কের একটি রেডিও স্টেশনকে দেয়া জিল স্টেইনের সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সাক্ষাৎকারে স্টেইন নিজের দল গ্রিন পার্টিকে পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘ট্রাম্প ও হিলারিকে ভোট না দিয়ে জনগণের উচিত নতুন কোনো দলকে সুযোগ দেয়া। যারা পরিবর্তন নিয়ে আসবে।’

জিল স্টেইন আরো বলেন, ‘নতুন কোনো দল হয়তো এখনই ক্ষমতায় আসবে না। তবে এটি একটি দারুণ ব্যাপার হবে। কারণ দুটি দলই যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক সময়ে ভালো কিছু দিতে পারেনি। এক দল (রিপাবলিকান পার্টি) দিয়েছে যুদ্ধ,  আরেক দল দিয়েছে (ডেমোক্রেটিক পার্টি) দারিদ্র্য। আর তাই মার্কিনিদের ভোটে নির্বাচিত হওয়ার যোগ্যতা তাদের আর নেই।’

প্রেসিডেন্ট পদপ্রার্থী স্টেইন আরো বলেন, ‘হয় ডেমোক্র্যাট নয়তো রিপাবলিকান – বহুকাল ধরে চলে আসা এই প্রথা ভেঙে ফেলার সময় এসেছে। এটা জনগণের ওপর মারাত্মক চাপ। কারণ জনগণ চাইলেও তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দিতে পারছে না। এটা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বড় এক ফাঁক।’

জিল স্টেইন আশাবাদ জানিয়ে বলেন, ‘এমন সময় খুব কাছেই যখন মানুষ পরিবর্তনের চাহিদা খুব দ্রুতই বুঝতে পারবে। আর তখন গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার সবচাইতে বড় সাফল্যটি আসবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়