Thursday, November 24

'কর দেওয়া এখন আর ভোগান্তির নয়'

'কর দেওয়া এখন আর ভোগান্তির নয়'

কানাঘাট নিউজ ডেস্ক: চলতি অর্থবছরেই করদাতার সংখ‌্যা ১৮ লাখ ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় আয়কর সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

তিনি আর বলেন, 'আমাদের দেশের মানুষ এক সময় মনে করতেন, কর দেওয়াটা মোটেই ভালো কাজ নয়। তারা মনে করতেন, একবার করের জালে জড়িয়ে গেলে সারাজীবন আটকে পড়ব'।

'এটা মোটেও ঠিক নয়। এখন যারা কর দিচ্ছেন, তারা আশ্বস্ত হয়েছেন কর দেওয়া ভোগান্তির নয়'।

আয়কর সপ্তাহ করা হচ্ছে যাতে মানুষ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর দেয়। দেশসেবা করতে মানুষ কর দিবে এটাই আমার প্রত্যাশা।

করদাতার সংখ‌্যা বাড়ায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরেই আয়করদাতার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে যাবে। 'আমরা প্রথমে এবার আয়করদাতার সংখ্যা ১৮ লাখে উন্নীত করার টার্গেট নিয়েছিলাম'। এখন দেখছি তা ছাড়িয়ে ২০ লাখ হতে পারে। তাই নতুন করে ২৫ লাখের টার্গেট নেওয়া হতে পারে।


অনুষ্ঠানে সর্বোচ্চ আয়কর দেওয়ার স্বীকৃতি হিসেবে মোট ৬৫৯ জনকে সম্মাননা দিয়েছে এনবিআর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়