Wednesday, November 2

কানাইঘাটে ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে সরকার কর্তৃক মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ শুরু করেছে। এ উপলক্ষে বুধবার কানাইঘাটে ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সুত্রধরের পরিচালনায় মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা,শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ)শাহিন মাহবুব, ২নং লক্ষ্মীপ্রসাদ ইউ'পি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা,৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউ'পি চেয়ারম্যান মাসুদ আহমদ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী,সাধারণ সম্পাদক ইকবাল আহমদ,প্রধান শিক্ষকদের মধ্যে নুরুজ্জামান,আনোয়ার হোসেন,বদরুল আলম,হেলাল আহমদ,ইকবাল আহমদ,নিলিমা চক্রবর্তী,আব্দুর রহিম,সয়ফুল আলম মাসুক,আব্দুল করিম,শমসের আলম শাহিন,সুলেমান আহমদ,খলিল আহমদ ও সহকারী শিক্ষকদের মধ্যে রশিদ আহমদ,নেহার রঞ্জন প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়