Saturday, November 26

ইসি গঠনে আইন করার দাবি জানিয়েছেন এরশাদ

ইসি গঠনে আইন করার দাবি জানিয়েছেন এরশাদ

কানাইঘাট নিউজ ডেস্ক: ইসি গঠনে আইন করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে।’

শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন তিনি। এসময় তিনি ইসি গঠনে ৫টি প্রস্তাব দেন।

প্রস্তাবে এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় থাকতে হবে। বর্তমান সংসদেই এ আইন পাস করতে হবে।’ উল্লেখ্য, এ বিষয়টি বিএনপির প্রস্তাবে ছিল। ইসি জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দেন খালেদা জিয়া।

নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে এরশাদের প্রস্তাবনায় বলা হয়, ‘নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয়তা না থাকা, অন্য অফিসে নিয়োগে বিধি নিষেধ ও চারিত্রিক স্বচ্ছতা।’

গত সপ্তাহে বিএনপি ইসি গঠনে প্রস্তাব দিলেও আইন করার বিষয়টি এড়িয়ে যায়। এর আগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সঙ্গে বৈঠকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ইসি গঠনে শক্তিশালী আইন করার দাবি জানান। গতকাল সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী জানান, ‘শক্তিশালী ইসির চেয়ে নিরপেক্ষ সরকার অনেক কার্যকর।’

উল্লেখ্য, সংবিধানেও ইসি গঠনে আইন করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা আছে। যদিও কোনও সরকারই এ নিয়ে আইন করার উদ্যোগ গ্রহণ করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়