Sunday, November 20

সিলেটে কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন


কানাইঘাট নিউজ ডেস্ক: কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা বিএনপি। রবিবার রাতে নগরীর একটি হলরুমে তারেক রহমানের জন্মদিন পালিত হয়। কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপি নেতা একেএম তারেক কালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা আবুল কাশেম, নিজাম উদ্দীন জায়গীরদার, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট ফখরুল হক, আল মামুন খান, ফারুক আহমদ, লুৎফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট ইসরাফিল আলী, দিদার ইবনে তাহের লস্কর, প্রফেসর মঈনুদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুন নুর, এডভোকেট তাজ উদ্দীন মাখন, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, বদরুল ইসলাম আজাদ, দেলোয়ার হোসেন জয়, বজলুর রহমান ফয়েজ, আজির উদ্দীন মেম্বার, শাহাবুদ্দিন সাবু, আব্বাস উদ্দীন চেয়ারম্যান, এডভোকেট আহমদ রেজা, ফরিদ আহমদ, শাহীন আহমদ, ফেরদৌস সরকার,ফজলে রাব্বি রিমন,ছাব্বির আহমদ ও রুমেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়