Saturday, November 12

এবার ঘরে থাকবে কৃত্রিম মাছ!

এবার ঘরে থাকবে কৃত্রিম মাছ!
কানাইঘাট নিউজ ডেস্ক: এখন আর অ্যাকুরিয়ামে খাবার দেয়া লাগবে না, থাকবে না পানি পাল্টানোর ঝামেলাও।  তাছাড়া অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতির আকর্ষণীয় মাছের আয়ু খুব বেশি দীর্ঘ হয় না। তাই অ্যাকুরিয়ামে মাছের বাড়তি সুবিধা দিতে জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন ধরনের মাছ, যা টিকে থাকবে বহুদিন।

তাদের তৈরি এ মাছ দেখতে সত্যিকারের জীবন্ত মাছের মতোই। এবং এই মাছকে লালনপালনের ঝামেলাও নেই। সত্যিকারের মাছের মতো দেখতে হলেও জাপানের বিজ্ঞানীদের তৈরি বিশেষ মাছগুলো আসলে রোবট মাছ।

সম্প্রতি অনুষ্ঠিত টোকিও ডিজাইন উইকে এই মাছের দেখা মেলে। রোবট মাছ প্রদর্শন করেছে জাপানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কোম্পানি। সত্যিকারের মাছের মতোই পানিতে চলাচল করতে পারে এরা। মাথা ও চোখে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এই পার্থক্য বাদে আলাদাভাবে বোঝার উপায় নেই যে এগুলো আসল মাছ নয়।

প্রদর্শনীতে আসা একজন বলেন, 'আমি অনেক্ষণ মাছগুলোর চলাফেরা খেয়াল করেছি, রোবট মাছগুলো দারুন সক্রিয়'।
 
মানুষের নানা কাজে রোবটেরা ভাগ বসিয়েছে আরো আগেই। এবার বোধহয় পশুপাখিদেরও হটিয়ে দেবার পালা রোবটদের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়