Tuesday, November 22

রাষ্ট্রদূতের এমন কান্না আমাদের জন্য বড় লজ্জার

রাষ্ট্রদূতের এমন কান্না আমাদের জন্য বড় লজ্জার
কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের মঞ্চ থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এহসানুল হক ফেরদৌস।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যেন গোটা জাতিই লজ্জিত।

সোস্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপাড় চলছে। রাষ্ট্রদূত লিওনির ব্যাগে ছিল প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন। অতি প্রয়োজনীয় জিনিস হারিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি লিওনি। ব্যাগ চুরির ঘটনা একটি মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। আর সোস্যাল মিডিয়ায় যে ব্যক্তি ব্যাগ চুরি করেছে তার ছবি ছড়িয়েছে পড়েছে। সোস্যাল ইউজাররা এটাকে নিজেদের লজ্জা হিসেবে উল্লেখ করেছেন, এ বিষয়ে সাকিব সিকান্দার নামের একজন সোশাল মিডিয়া ইউজার নিজের ফেসবুকে লিখেছেন, রাষ্ট্রদূতের এ কান্না আমাদের জন্য লজ্জার।

একটি ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ভ্যানিটি ব্যাগটি রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হাতেই ছিল। কিন্তু মঞ্চে মোমবাতি জ্বালাতে যাওয়ার সময় ব্যাগটি চেয়ারের ওপর রেখে যান তিনি। তখনই কেউ একজন তার ব্যাগটি নিয়ে যায়।

কুলেনারার ব্যাগের মধ্যে দুটি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলেও জানান যায়। চুরি হওয়া হ্যান্ডব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন বলেন, পুলিশ অপরাধীকে খুঁজছে। একটি ক্যামেরায় ব্যাগটি যে চুরি করেছে তার ছবিও ধারণ করা হয়েছে। সেই ছবি পুলিশকেও দেওয়া হয়েছে। ওই ছবিতে খুব ভালোভাবেই অপরাধীর চেহারা শনাক্ত হয়েছে। আশা করছি, পুলিশ ব্যাগটি উদ্ধারে সফল হবে। তিনি আরও জানান, অনুষ্ঠানটি চারুকলা অনুষদের নিজস্ব কোনো অনুষ্ঠান ছিল না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়