Saturday, November 5

কানাইঘাটে পৃথক অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক! মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক প্রবীন রাজনীতিবিদ এ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, মৃত্যুর আগপর্যন্ত আমি মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। মানব সেবার মধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায় উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদের চেয়ারম্যান আমাকে নিযুক্ত করার পর সিলেটে তৃণমূল পর্যায়ে জেলা পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাব দিহিতার মধ্য দিয়ে বাস্তবায়ন করার জন্য আমি আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছি। আগামী জেলা পরিষদের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে একজন জনপ্রতিনিধি হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি জেলা পরিষদের সরকার প্রদত্ত উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের দূরগোড়ায় নিয়ে যাব ইনশাহআল্লাহ। এ্যাডভোকেট লুৎফুর রহমান শনিবার সকাল ১১টায় কানাইঘাট পাবলিক হাই স্কুলের বিজ্ঞান ভবন এবং বিকেল ২টায় কানাইঘাট জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণিত মেলার স্টল পরিদর্শন পরবর্তী ছাত্র-সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান জুলাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও আবুল হারিছের পরিচালনায় গণিত মেলা পরবর্তী স্কুল প্রাঙ্গনে আয়োজিত সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, জেলা যুবলীগ নেতা মুবেশ্বির আলী, জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমেদ, চরিপাড়া রহিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ শরিফ উদ্দিন, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দছ আলী, গণিত মেলার পৃষ্টপোষক ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক কুহিনুর বেগম, কানাইঘাট পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন ভরসা, স্কুলের প্রধান শিক্ষক ইয়াহিয়া প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান কানাইঘাট পাবলিক হাইস্কুল ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দিয়ে বলেন, আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকাশে জ্ঞান নির্ভর শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি দূর করার জন্য গণিতকে সহজ ভাষায় শিক্ষার্থীদের কাছে তোলে ধরার জন্য এ ধরনের মেলার আয়োজন করার জন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের পূর্বে ব্র্যাক পেইসের উদ্যোগে গণিত মেলার আকর্ষণীয় স্টল পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং গণিত মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়