Friday, November 18

কাউন্সিলর আজাদকে পর্তুগালে সংবর্ধনা

কাউন্সিলর আজাদকে পর্তুগালে সংবর্ধনা

কানাইঘাট নিউজ ডেস্ক: পর্তুগালে সিলেটে সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সাথে পর্তুগাল প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভার আয়োজন করে 'প্রগতিশীল ইয়ূথ ফোরাম, বৃহত্তর সিলেট, পর্তুগাল'। স্থানীয় রোয়া দা বেনফরমোসোতে অবস্থিত শাহজালাল রেষ্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করে প্রগতিশীল ইয়ূথ ফোরাম, বৃহত্তর সিলেট, পর্তুগাল।

অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রগতিশীল ইয়ূথ ফোরামের সংগঠক- দেলওয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আজাদুর রহমান আজাদ, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরূল আলম জসিম, বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শওকত ওসমান, নোয়াখালী এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, খসরু মিয়া, ফখরুল ইসলাম, মামুনুর রশিদ, জামাল ফকির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন আজাদুর রহমান আজাদ হলেন একজন সফল কাউন্সিলর যিনি সিলেট নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সিলেট নগরী আরো আধুনিক নগরীতে পরিণত হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহ পর্তুগালের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, গ্রীস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুহিবুর রহমান মতিক, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি রনি হোসাইন, বড়লেখা উপজেলা ছাত্র লীগের সাবেক ছাত্র নেতা বেলাল আহমেদ, প্রগতিশীল ইয়ূথ ফোরামের অন্যতম সদস্য জাকির হোসেন, এডুকেশন ফর ইউ.কে সাধারন সম্পাদক আবদুল আলিম, জকিগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ, আইয়ুব খান, সাবেক রাঙামাটি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা বিধান বড়ুয়া, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা কাউসার আহমেদ, সিলেট সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন,   দেলোয়ার হোসেন, আব্দুল গফ্ফার জুনেদ, সাবেক ছাত্র নেতা কবির হোসেন ও ইয়ূথ ফোরাম সদস্য শিপলু, ফাহিম, ফয়েজ প্রমুখ।

হোসাইন আহমেদ, পর্তুগাল থেকে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়