নিজস্ব প্রতিবেদক:
৫ম শ্রেণির সমাপনী পিএসসি পরীক্ষায় প্রতারণার দায়ে সোমবার কানাইঘাট গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সারোয়ার আলম সিদ্দিকী (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির পিএসসি পরীক্ষার্থী সায়েম আহমদ (১০) এর প্রবেশপত্র দিয়ে একই প্রতিষ্ঠানের পিএসসি পরীক্ষার্থী হিফজুর রহমান রিয়াদ (১১) কানাইঘাট মানিকগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল। বিষয়টি পরীক্ষা থেকে বঞ্চিত সায়েম আহমদের আত্মীয় স্বজনরা জানতে পেরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন মাহমুদকে সোমবার সকালে অবগত করলে তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরকে জানান। পরীক্ষায় প্রতারণার বিষয়টি জেনে আজ সোমবার পিএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় মানিকগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ সারোয়ার আলম সিদ্দিকীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত প্রধান শিক্ষক মোঃ সারোয়ার আলম সিদ্দিকী জানান, এবারের পিএসসি পরীক্ষায় তার প্রতিষ্ঠানের ৩২জন শিক্ষার্থীর তালিকা তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছিলেন। কিন্তু ভুলক্রমে হিফজুর রহমান রিয়াদের প্রবেশপত্র না আসায় মেধাবী ছাত্র হিসাবে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সায়েম আহমদকে পরীক্ষার সুযোগ না দিয়ে তার প্রবেশপত্র দিয়ে ছবি পরিবর্তন করে হিফজুর রহমান রিয়াদকে দিয়ে পরীক্ষা দেয়াচ্ছিলেন। এজন্য নিজের ভুল স্বীকারও করেন এ প্রধান শিক্ষক। অপরদিকে সায়েম আহমদের আত্মীয় স্বজনরা কানাইঘাট নিউজকে জানান, প্রধান শিক্ষক জেনে শুনে এ প্রতারণা করে তাকে সমাপনি পরীক্ষা থেকে বঞ্চিত করেছেন। হিফজুর রহমান রিয়াদের আত্মীয়রা প্রধান শিক্ষককে দায়ী করে বলেন, তার ভুলের কারনে দু’জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। এ প্রতারণার দায়ে পরীক্ষা থেকে বঞ্চিত সায়েম আহমদের চাচা স্থানীয় ছত্রপুর গ্রামের শাহাব উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে থানায় প্রধান শিক্ষককে আসামী করে অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন, পরীক্ষায় প্রতারণার দায়ে শিক্ষক মোঃ সারোয়ার আলম সিদ্দিকীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়