কানাইঘাটে বিভিন্ন এলাকায় মসজিদ, মক্তব, রাস্তাঘাটের উন্নয়ন ও গরীব মানুষের সাহায্যে বলিষ্ঠ ভূমিকা রাখায় আগফৌদ গ্রামের সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ ইয়াহহিয়া কে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বীরদল আগফৌদ জামে মসজিদ প্রাঙ্গনে আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা আওয়ামী প্রজন্মলীগের যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেনের পরিচালনায় উক্ত সংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট শিক্ষক সমিতির সভাপতি ও বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, লাইফ কেয়ার স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুছ সাকিব। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সংবর্ধিত অতিথি সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ ইয়াহহিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, আব্দুল হান্নান বাবুল, সিরাজুল ইসলাম, আব্দুল মতিন, আলী আহমদ, আব্দুর রব, আবুল আহমদ, তৌহিদুল ইসলাম, ফয়ছল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মারুফ এলাহী। অনুষ্ঠান শেষে, এলকার বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ডে বিশেষ অবধান রাখায় বীরদল আগফৌদ এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোঃ ইয়াহহিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়