Sunday, November 13

থাকতে নয়, কাজের জন্যই হোয়াইট হাউজে যাবেন ট্রাম্প

থাকতে নয়, কাজের জন্যই হোয়াইট হাউজে যাবেন ট্রাম্প
কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বকে হতবাক করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে কোনো রাজনৈতিক দায়িত্বের অভিজ্ঞতা না থাকা ট্রাম্প নির্বাচনের পর হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত করেছেন।

তবে হোয়াইট হাউজের স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউজে স্থায়ী বাসিন্দা হিসেবে না উঠে শুধুমাত্র কাজের সময়ই সেখানে যাবেন ট্রাম্প। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

ট্রাম্প জানিয়েছেন, তিনি হোয়াইট হাউজে কাজের সময় থাকবেন আর বাকি সময়টা ম্যানহাটনে তার নিজের অ্যাপার্টমেন্টে থাকবেন। ইতোমধ্যেই এ বিষয়ে তিনি তার উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।

ট্রাম্পের উপদেষ্টা জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয় অনেকটা বিস্ময়ের ব্যাপার ছিল। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের অ্যাপার্টমেন্টে ২৪ ক্যারেট স্বর্ণ এবং দামি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এমন বিলাসিতার জীবন ছেড়ে হোয়াইট হাউজে ট্রাম্প এবং তার পরিবার থাকতে পারবেন কিনা সেটা ভাবনার বিষয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়