Saturday, November 19

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩ সেনা নিহত

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩ সেনা নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার সেনাবাহিনীর একটি গাড়িবহরে অতর্কিতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। এতে তিন সেনা নিহত ও চারজন আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলায় জঙ্গিরা রকেটচালিত গ্রেনেড ও একে ৪৭ রাইফেল ব্যবহার করেছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনসুকিয়া এলাকার দিগবয়ে তেল পরিশোধনাগারের দিকে সেনাবাহিনীর গাড়িবহর যাচ্ছিল। ঘন গাছাপালার কারণে এলাকাটি বেশ অন্ধকারাচ্ছন্ন। সেনাবাহিনীর গাড়িটি সেখানে যাওয়ার পর গোলাগুলি শুরু হয়।

পুলিশের সন্দেহ, বিচ্ছিন্নতাবাদী উলফা জঙ্গিরা এ হামলা চালাতে পারে। প্রাথমিকভাবে কেউ হামলার দায় নেয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়