কানাইঘাট নিউজ ডেস্ক:
কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার বহুল আলোচিত ঘটনার একমাস আজ (বৃহস্পতিবার) অতিবাহিত হয়েছে।
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বর্বরোচিত এই নৃশংস হামলার ঘটনা ঘটেছিল। তবে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে।
এদিকে বর্বরোচিত এই হামলার ঘটনায় দায়েরকৃত মামলার শিগগির দাখিল হবে। যুগান্তরকে এ তথ্য দিয়েছেন শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী।
তবে ঠিক কবে চার্জশিট দাখিল করা হবে তা নিশ্চিত করেননি তিনি।
ওসি জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিয়োজিত পুলিশ সূত্র জানায়, খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হলে তার জবানবন্দিও রেকর্ড করা হবে। মামলার পর ঘটনার এ পর্যন্ত বিভিন্ন আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শী ৯/১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আলামতের মধ্যে হামলার ঘটনায় ব্যবহৃত চাপাতি, ঘটনাস্থলের রক্তমাখা বালু ও ঘাস, খাদিজার রক্তমাখা কাপড়, খাদিজাকে উদ্ধারকারী ইমরানের রক্তমাখা গেঞ্জি ছাড়াও আরো অনেক কিছু।
সাক্ষ্য নেয়া হয়েছে, হামলার সময় খাদিজাকে উদ্ধারকারী ইমরান, বদরুলকে আটক করতে সহায়তাকারী জুনেদসহ ঘটনার প্রত্যক্ষদর্শী ৯/১০ জনের।
পাশাপাশি খাদিজার ওপর হামলার সময় মোবাইল ফোনের মাধ্যমে ধারণকৃত ভিডিওচিত্রটিও সংগ্রহ করেছে পুলিশ। যা এখন ইন্টারনেটে ভাইরাল।
গত ৩ অক্টোবর সোমবার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজাকে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগ সহ সম্পাদক বদরুল আলম। প্রেম প্রত্যাখ্যান করায় তার ওপর এ হামলা চালায় বদরুল। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদি হয়ে খাদিজাকে হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় ছাত্রলীগ নেতা বদরুলকে। পরে আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বদরুল।
সূত্র:দৈনিক যুগান্তর
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়