নিজস্ব প্রতিবেদক:
ছাত্রজমিয়ত বাংলাদেশের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার বিকাল ৪টায় কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে সংগঠনের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মায়ানমারে নিরীহ রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণ হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। মানববন্ধনে জমিয়তে নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাওঃ নুর আহমদ কাসিমী, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন, কানাইঘাট পৌর জমিয়তের সভাপতি মাওঃ আমির হোসেন, পৌর যুব জমিয়তের সভাপতি মাওঃ খালিদুর রহমান, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওঃ আজির উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক ফয়জুল করিম, আবুল হাসান, মুহি উদ্দিন, জাকারিয়া প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়