কানাইঘাট নিউজ ডেস্ক: লা
লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিহীন বার্সেলোনাকে গোলশূন্য ড্রয়ে রুখে
দিয়েছে মালাগা। শনিবার মালাগার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে অসুস্থ হয়ে
পড়েন মেসি। এদিন এক ম্যাচ নিষিদ্ধ থাকায় স্কোয়াডে ছিলেন না লুইস সুয়ারেজও।
তবে আবারো মেসিকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় কী না সেটি নিয়েই শঙ্কা দেখা দিয়েছে সমর্থকদের মনে। তবে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান এনরিকে।
এনরিকে জানান, এটা মারাত্মক কিছু নয়-এরই মধ্যে সে সেরে উঠছে। যদিও ম্যাচে আমরা মেসি-সুয়ারেজকে পাইনি তারপরও এ দলও ম্যাচ জেতে।
মালাগার অতি রক্ষণাত্মক খেলার সমালোচনাও করেন এনরিকে, 'তারা নিজেদের সীমানায় ১০ জন খেলোয়াড় রেখেছে। আপনাকে বল মুভ করাতে হবে আর কিছু জায়গা বানানোর চেষ্টা করতে হবে। প্রথমার্ধে তারা যখন সতেজ ছিল, তখন এটা আরও কঠিন ছিল'।
শিষ্যদের খেলায় অবশ্য সন্তুষ্ট এনরিকে, আমি আমার খেলোয়াড়দের প্রশংসা করি। আমরা সুযোগ পেয়েছি আর আমরা একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছি। তবে আমরা পয়েন্ট হারানোর বিষয়টি আশা করিনি।
তবে আবারো মেসিকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় কী না সেটি নিয়েই শঙ্কা দেখা দিয়েছে সমর্থকদের মনে। তবে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান এনরিকে।
এনরিকে জানান, এটা মারাত্মক কিছু নয়-এরই মধ্যে সে সেরে উঠছে। যদিও ম্যাচে আমরা মেসি-সুয়ারেজকে পাইনি তারপরও এ দলও ম্যাচ জেতে।
মালাগার অতি রক্ষণাত্মক খেলার সমালোচনাও করেন এনরিকে, 'তারা নিজেদের সীমানায় ১০ জন খেলোয়াড় রেখেছে। আপনাকে বল মুভ করাতে হবে আর কিছু জায়গা বানানোর চেষ্টা করতে হবে। প্রথমার্ধে তারা যখন সতেজ ছিল, তখন এটা আরও কঠিন ছিল'।
শিষ্যদের খেলায় অবশ্য সন্তুষ্ট এনরিকে, আমি আমার খেলোয়াড়দের প্রশংসা করি। আমরা সুযোগ পেয়েছি আর আমরা একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছি। তবে আমরা পয়েন্ট হারানোর বিষয়টি আশা করিনি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়