Tuesday, November 22

ট্রাম্পের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

ট্রাম্পের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার ট্রাম্প তার ১০০ দিনের কর্ম-পরিকল্পনার রূপরেখা নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকশ করেছেন।

ডোনাল্ড ট্রামের প্রস্তাবিত কর্ম পরিকল্পনার মধ্যে অভিবাসন ইস্যু, ব্যবসা ও বাণিজ্য এবং প্রতিরক্ষা নীতি উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি বাতিল, বারাক ওবামার গৃহীত পরিবেশগত বাধ্যবাধকতা নীতি বাতিল।

জাতীয় নিরাপত্তা টিমের কর্ম তৎপরতা জোরদার, শ্রম বিভাগের মাধ্যমে ফেডারেল শ্রমিকদের ভিসা তদন্ত ও তা প্রকাশ এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়