Thursday, November 17

অমুসলিমের দেওয়া দাওয়াত বা উপহার কি গ্রহণ করা যাবে?


কানাইঘাট নিউজ ডেস্ক: কোন অমুসলিম বা হিন্দু যদি তাদের বাসায় দাওয়াত দেয় । কিংবা সে ইচ্ছা করে কোন কিছু উপহার বা হাদিয়া দেয় তাহলে সেটা নেয়ার বিষয়ে ইসলাম আমাদের কী বলে? অমুসলিদের দেয়া খাবার যদি পাক ও হালাল হয় সাথে সাথে তার বাসার খাবার যদি পাক হয় এবং হাদিয়া গ্রহণ করা ও তারা বাসায় খাওয়ার মাধ্যমে যদি পার্থিব ও ধর্মীয় কোন ক্ষতি না হয় তাহলে তার জিনিস গ্রহণ করা ও তারা বাসায় গিয়ে খাওয়াতে কোন অসুবিধা নেই। [মাহমুদিয়া ৫-২২৫]

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়