Tuesday, November 22

বয়ফ্রেন্ডের কাছ থেকে কী গিফট পেলেন সোনম

বয়ফ্রেন্ডের কাছ থেকে কী গিফট পেলেন সোনম

কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি সোনম কাপুর নিজের একটি জ্যাকেট পরা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ডিজাইনার মাসাবা গুপ্তা সেই ছবির কমেন্টে জানিয়েছেন, জ্যাকেটটা খুব সুন্দর, তার ওটা আমার চাই।

সোনম তার উত্তরে জানান, ‘মাসাবা, এটা আনন্দ আহুজার গিফট, কিভাবে দেয় তোমাকে।’

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের সম্পর্কের রটনা বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। তাদের দু' জনের একসঙ্গে ছুটি কাটানো বা সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে কমেন্ট করা দেখে অনেকেই খবরটা সত্যি বলেও ধরে নিয়েছেন।

যদিও সোনম যে কোনো সম্পর্কে খুব কমিটেড টইপের আচরণ করতে পছন্দ করেন। তবে এটিও ভাবা মোটেই অযৌক্তিক হবে না যে, আনন্দের সঙ্গে তার সম্পর্কের গভীর হয়েছে বলেই বন্ধুর দেয়া উপহার পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়