Wednesday, November 23

সিলেট ছাড়লেন প্রধানমন্ত্রী


কানাইঘাট নিউজ ডেস্ক: সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ছেড়ে ঢাকার পথে রওয়ানা হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। প্রধানমন্ত্রীর সাথে তাঁর সফরসঙ্গীরাও সিলেট ছেড়েছেন। বিমানবন্দর সূত্র সিলেটভিউ২৪ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার সকাল ১১টায় বিমানযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ---সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়