Thursday, November 17

ফের কমছে জ্বালানি তেলের দাম

ফের কমছে জ্বালানি তেলের দাম

কানাইঘাট নিউজ ডেস্ক: দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সিদ্ধান্ত শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় তেলের দাম কমানোর বিষয়ে কথা হয়েছে। এখন আমরা কাগজপত্র প্রস্তুত করে জ্বালানি মন্ত্রণালয়ের কাছে দেব।

'প্রধানমন্ত্রী ফেরার পর তার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে বিষয়টা চূড়ান্ত করা হবে'।

সোমবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে ফিসকাল কোঅর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়, যা আগামী মাস থেকে কার্যকর হতে পারে বলে জানা গেছে।

তেলের দাম কমলে সাধারণ মানুষের উপকারে আসে না এবং পরিবহন ভাড়ায়ও প্রভাব পড়ে না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বেনিফিট আসবে। মূল্য কমলে সবকিছুর দামই কমবে।
 
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য কমানোর পর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। অ্যাডভানটেজ যেটা আমরা নিচ্ছি, সেটা কীভাবে আরও নিতে পারি... এক্সপোর্টের ব্যাপার... বিনিয়োগ এখন একটু ইমপ্রুভিং। জ্বালানি তেলের দাম যে দামটা আছে, আরেকটু কমালে অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অর্থমন্ত্রী জানান, এর আগে জ্বালানি তেলের দাম যা কমানো হয়েছে তাতে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।

নতুন করে তেলের দাম কতটা কমানো হতে পারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'এগুলো নিয়ে বসতে হবে। জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে'।

তেলের জন্য দেওয়া ভর্তুকির লোকসান সরকার এর মধ্যে কাটিয়ে উঠেছে জানিয়ে মুহিত বলেন, “কোনো লোকসান নাই, মোর দ্যান কাভারড। এমনকি সরকার যে টাকা পাওনা ছিল, সেটাও পেয়ে গেছি।

গত ২৪ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমায় সরকার। তার আগে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।

দৃষ্টান্ত হিসাবে বিদ্যুতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বিদ্যুতের দাম আমরা রিভাইজ করব। এখন তেলের দাম কমলে এটা হয়তো খুব বাড়বে না। অন্যথায় এটা দ্বিগুণও হতে পারতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়